লোকসভা নির্বাচনের আবহাওয়া উত্তপ্ত। একে অপরকে রাজনৈতিক মঞ্চ থেকে বাক্যবাণে আক্রমণ করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়া। বিহারের দ্বারভাঙার জনসভা থেকে বিজেপিকে দুমুখো চরিত্র বলে কটাক্ষ করেন তিনি।
তাঁর বক্তৃতায় উঠে এসেছে, ‘রাম যাত্রায় যিনি সীতা চরিত্রে অভিনয় করেন, তিনি মঞ্চে এলে সবাই সম্মান ও শ্রদ্ধা জানায়। কিন্তু, অভিনয় শেষ হওয়ার পর স্টেজের পিছনে গিয়ে উঁকি মারলে দেখা যেত, সীতা সিগারেট টানছেন। বিজেপিও এই ধরনের দু’মুখো চরিত্রের। ভিতরে সবাই দুর্নীতিগ্রস্ত হলেও বাইরের দিকে ভগবান সেজে রয়েছে। সাধারণ মানুষ বিজেপির বাইরের রূপ দেখে মোহিত হলেও আমি এনডিএ-তে থাকার সময় তাদের আসল রূপ দেখতে পেয়েছি।’
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এনডিএ জোটে ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়ার আরএলএসপি। কিন্তু বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমারের জেডি(ইউ)-এর জোট তৈরি ও লোকসভার আসন বন্টনের ঘটনা থেকেই সূত্রপাত হয় সমস্যার। তারপর জোটও ছেড়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানান, আপনার নেতৃত্বে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
এরপর তিনি সরাসরি মোদীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘সংবিধানকে অস্বীকার করে নির্বাচিত সাংসদদের নিয়ে তৈরি মন্ত্রিসভাকে নিষ্ক্রিয় করে দিয়েছিলেন আপনি। আপনার জন্যই রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কোনও রকম প্রশ্ন ছাড়া আপনার সিদ্ধান্ত বাস্তবায়িত করাই ছিল অন্য মন্ত্রীদের কাজ। মন্ত্রী থেকে আমলা, কে কোন দায়িত্ব পাবে তা ঠিক হত আপনি, আপনার দপ্তর ও বিজেপির সর্বভারতীয় সভাপতির অঙ্গুলি হেলনে।’
পূর্বে এই বিস্ফোরক অভিযোগ এবং এখন বিজেপির বিরুদ্ধে করা তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর বিহারে মোদীর লড়াই যে খুব সুবিধের হবে না তাও মনে করছেন বহু রাজনীতিবিদ।