কিছুদিন আগেই বার্সেলোনার সঙ্গে কোয়েস ইস্টবেঙ্গল গাঁটছড়া বাঁধতে পারে বলে আশা জাগিয়েছিলেন কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাক। কোয়েসের কর্তা ইঙ্গিত দিয়েছেন, কথাবার্তা ইতিবাচক। খুব শিগগিরই ফুটবলের নানা ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে বার্সেলোনা।
প্রসঙ্গত, বুধবার কোয়েসের বেঙ্গালুরুর সদর দপ্তরে বার্সিলোনা ও কোয়েস ইস্টবেঙ্গলের সিনিয়র অফিসাররা হাজির ছিলেন বৈঠকে। অজিত আইজ্যাক ছাড়াও ছিলেন কলকাতা থেকে যাওয়া কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেন। এই আলোচনার পেছনে ছিল বার্সিলোনার স্পনসর ও গ্লোবাল ইনোভেশন পার্টনার র্যাকুটেন। তারা বার্সেলোনার হয়ে বিশ্বব্যাপী প্রচারের দায়িত্বে আছে।
এই বৈঠকে এর পাশাপাশি ছিল নতুন মরসুমে দলগঠন নিয়ে আলোচনা। বিভিন্নভাবে ভালো টিম গড়ার লক্ষ্যেই আছে দল। তাই দেখে নেওয়া হচ্ছে কোন কোন প্লেয়ারকে নিয়ে দলগঠন করা যায়। সবমিলিয়ে নতুন মরসুমে আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থকরা।