লোকসভা নির্বাচনের মধ্যেই একাধিক নেতা-নেত্রীর লাগাম ছাড়া কথাবার্তার জেরে উত্তপ্ত হয়ে উঠছে জাতীয় রাজনীতি। আর এই পরিস্থিতির মধ্যেই একেবারে সরাসরি জেলাশাসকে হুমকি দিলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। আর এই হুমকির জেরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
প্রসঙ্গত, কার্যত কিছু কারণে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলাশাসক। আর তাতেই এমন হুমকি দেন তিনি। মধ্যপ্রদেশের উমরেথের জনসভা থেকে শিবরাজ সিং চৌহান রীতিমতো হুমকির সুরে বলেন, ”আরে ওই পুতুল কালেক্টর। আমি আবার ক্ষমতায় ফিরব। তখন তোর কি হবে?’
এই হুমকিকে খুব একটা ভালো চোখে দেখছেন না বিরোধীরা। তাঁরা রীতিমতো সবর হয়েছেন শিবরাজের উপর। তীব্র নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে।