বুধবার তারাপীঠের আটলা মোড় থেকে হুড খোলা জিপে চেপে শতাব্দী রায়ের সমর্থনে রোড শো শুরু করেন অনুব্রত মণ্ডল। জিপে ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় প্রমুখ। কয়েক হাজার কর্মী সমর্থক রোডে শোয়ে শামিল হন।
অনুব্রত জানালেন, “কেন্দ্রীয় বাহিনীকে স্যালুট জানাই। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী যদি বুথের ভিতরে গিয়ে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার কথা বললে সেখানেই ভোট বন্ধ করে দিন। জেলাশাসককে দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবেন”। জিপে থেকেই মাইক্রোফোন হাতে অনুব্রত মণ্ডল বলেন, “একটি ব্লকের এই মিছিলে যা লোক হয়েছে, নরেন্দ্র মোদীর সভায় এত লোক হয়নি। বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। মোদীর সভায় ২৫ হাজার চেয়ার ছিল। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, পানাগড়, বর্ধমান, কাটোয়া ও মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে সেগুলি ভর্তি করা হয়েছে। বড় বড় কথা বলে। যে ক’জন মাইকে স্লোগান দিচ্ছিল, তারা সকলেই এক নম্বরের চোর। নরেন্দ্র মোদী চৌকিদার নন, চোর”।
কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনুন, কেন্দ্রীয় বাহিনী যদি বুথের ভিতরে গিয়ে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে, তাহলে সেখানেই ভোট বন্ধ করে দিন। সেই সঙ্গে জেলাশাসককে দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবেন। বুথের ভিতরে তার কোনও এক্তিয়ার নেই। এদিন সাংবাদিকদের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, সাংবাদিকরা বুথের ভিতরে ছবি নিতে পারেন। কিন্তু, কোনও প্রশ্ন করার অধিকার তাঁদের নেই। প্রিসাইডিং অফিসারকে এই কথাটা বলে দেবেন। এরপরই তিনি মোদির সমালোচনা করে বলেন, মোদিকে বিশ্বাস করবেন না। ভারতবর্ষ থেকে তাঁকে আমরা তাড়িয়ে দেব