চলতি লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আসল অস্ত্র তৃণমূলের৷ গোটা বাংলা জুড়ে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার জেরেই আবারও সবাই পাশে থাকবেন এটাই বিশ্বাস তৃণমূলের৷ গত নির্বাচনে যে মার্জিন ছিল এবার তাকেও অতিক্রম করাই তৃণমূলের লক্ষ্য৷
প্রতিটি কেন্দ্রে যাতে গত নির্বাচনের লিড ধরে রাখা যায় এবং তাকে ছাপিয়ে যাওয়া যায় সেদিকে ভীষণ গুরুত্ব দিচ্ছে দল৷ ব্যতিক্রম নয় নোয়াপাড়াও৷ গত লোকসভা নির্বাচনের লিড এবং বিধানসভা উপনির্বাচনে জয়ের মার্জিন এবং পূর্বের সংখ্যাকে যাতে অতিক্রম করা যায় সেদিকে কড়া নজর রেখেছে তৃণমূল৷
নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং বলেন, “আমরা এই বিধানসভা এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি৷ মানুষ সেই উন্নয়নের নিরিখেই ভোট দেবেন৷ আমরা সবসময় মানুষের পাশে থাকি৷ তাই আমাদের আস্থা রয়েছে জনসাধারণের ওপরে৷ তবে জয় নিয়ে ভাবছি না৷ পূর্বের তুলনায় যাতে মার্জিন আরও বাড়ে সেদিকেই আমাদের লক্ষ্য”৷