মঙ্গলবার মেমারি বিধানসভার অন্তর্গত মহেশডাঙা ক্যাম্পে তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডলের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন তৃণমূলের সংস্কৃতি সেলের আহ্বায়ক তথা অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সভামঞ্চ থেকে মোদীর ব্যর্থতা নিয়ে কটাক্ষ করলেন তিনি।
ইন্দ্রাণী জানালেন, “ মোদীজি আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর পাঁচ বছরে আমরা দেখলাম, চাষি মারা যাচ্ছেন। সেনা মারা যাচ্ছেন। পাঁচ বছর আগে নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু, পাঁচ বছরে সেইসব প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজ্যের কোণায় কোণায় তাকালেই বোঝা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত উন্নয়ন করেছেন”।
ইন্দ্রাণী বলেন, “আমি অভিনেত্রী হিসেবে এখানে আসিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে এখানে এসে নিজের বক্তব্য রাখছি। পাঁচ বছরে বিজেপি মানুষজনকে ধাপ্পা দিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র উন্নয়ন করেছেন। মেয়েদের অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আমাদের সঠিক জায়গায় ভোট দিতে হবে। এরাজ্যের মতো উন্নয়ন গোটা দেশে করতে চাইলে দিদিকে দিল্লিতে পৌঁছে দিতে হবে। দিদি আমাদের সকলের কথা রাখেন। তিনি সবার ভালো চান। তিনি নিজে খাওয়া দাওয়া ভুলে আমাদের কথা ভাবেন। দিদি সব ধর্মকে নিয়ে চলেন। সবাইকে ভালোবাসেন”।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর আদেশে আজ আমি এখানে এসেছি। আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, পাঁচ বছর ধরে বিজেপি অনেক লেকচার দিয়েছে। কিন্তু কিছুই করেনি। মোদী বলেছিলেন, দেশে বদল নিয়ে আসবেন। পাঁচ বছরে ভারতবাসীর কোনও বদল আসেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদল হয়েছে। তাঁর পোশাক, স্টাইল বদলেছে”।
তিনি আরও জানান, “আমাদের জীবনে বদল এনেছেন আমাদের মুখ্যমন্ত্রী। সাড়ে সাত বছরে মুখ্যমন্ত্রী রাজ্যের আমূল পরিবর্তন করেছেন। দিদি সারাদিনে এক মিনিটের জন্য নিজের জন্য ভাবেন না। তাঁর সারাদিনের ভাবনা মানুষের উন্নয়ন। আমরা চাই, দিদি ভারতবর্ষের উন্নয়ন করুক। দিদি দিল্লিতে গেলে দেশের মানুষের আরও উন্নয়ন হবে”।
মেমারির মহেশডাঙা ক্যাম্পের সভায় লোকজনের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস নেতারা। মঞ্চে অভিনেত্রী ছাড়াও বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল, প্রার্থীর ইলেকশন এজেন্ট উত্তম সেনগুপ্ত, সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক নার্গিস বেগম, মেমারি-১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি-২ ব্লক সভাপতি মহম্মদ ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন মহেশডাঙা ক্যাম্পের সভার পর সড়ক পথে ইন্দ্রাণী হালদার যান জামালপুর বিধানসভার অন্তর্গত জৌগ্রাম নুড়ির মোড়ে নির্বাচনী সভায়। সেখানেও তৃণমূল প্রার্থীকে জিতিয়ে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার ডাক দেন অভিনেত্রী। সেখানে অন্যান্যদের মধ্যে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, ব্লক সভাপতি অরবিন্দ ভট্টাচার্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।