গত মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, ভোটে জিততে কোনও নীতি-আদর্শের তোয়াক্কাই করবে না তাঁর দল। ভোট ঘোষণার পর দেশের শীর্ষ নেতাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়াতেই এ কথা প্রমাণ হয়ে গেছিল যে শাহের লাইনেই চলছে বিজেপি। আর গত ১১ এপ্রিল ভোট শুরু হওয়ার পর থেকে তো এ রাজ্যেও দাদাগিরি, জুলুমবাজির রাজনীতি শুরু করেছে গেরুয়া শিবির। তবে এবার তারা সবচেয়ে ঘৃণ্য কাজটি করল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্মানহানির চেষ্টা করল বিজেপি। ফের পরিচিয় দিল তাদের অসৌজন্যতার রাজনীতির।
পরিবর্তন, পরিবর্তন আর পরিবর্তন- ভোট দিয়ে দিল্লী সরকার পরিবর্তনের বার্তাই তিনি দিয়ে লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই৷ একদিকে রাজ্যের উন্নয়নের খতিয়ান। আর অন্যদিকে মোদী সরকারের আমলে দেশের অবনতি, এই দুই বিষয়কে তুলে ধরেই বরাবরের মতো মঙ্গলবার খানাকুলের জনসভা থেকেও দিল্লীর সরকার বদলের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খানাকুলের জনসভা থেকে মমতা বলেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’ গোটা জনসভায় মমতার বক্তব্য থেকে এই কয়েক সেকেন্ডের বক্তব্য এডিট করে এক বিকৃত ভিডিও তৈরি করল বিজেপি। এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করল তারা।
বিজেপির সেই ভিডিওটিতে শোনা যাচ্ছে মমতা বলছেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে…’ ৷ এই বিকৃত ভিডিওটি বিজেপি বেঙ্গল নামক এক পেজ থেকে টুইট করা হয়েছে৷ ভিডিওটির ওপরে একটি ক্যাপশনও দিয়েছে তারা। লেখা রয়েছে- এটি আসলে বাংলায় মোদী সুনামির প্রভাব। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের সাধারণ মানুষ যেন বিজেপিকে ভোট দেয়৷ এই প্রথম নির্বাচনী প্রচারে সঠিক কথা বললেন তিনি। এই টুইটের পরই নিন্দার ঝড় উঠেছে রাজ্য রাজনীতির অন্দরে। আসল সত্যিটা ঠাওর করতে পেরেই সোশ্যাল মিডিয়ায় মমতার বদলে বিজেপিকেই দুষেছেন নেটিজেনরা। অন্যদিকে, টুইটটির তীব্র নিন্দা করেছে তৃণমূলও৷
কীভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে বিকৃত করা হয়েছে সে কথা বিশদে তুলে ধরা হয়েছে দলের টুইটার হ্যান্ডেলে। পোস্ট করা হয়েছে মমতার ওদিনের বক্তৃতার আসল ভিডিওটিও। কেন এভাবে বক্তব্যের শেষ দু’টো শব্দ বাদ দেওয়া হল? সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে দলের তরফ থেকে। তৃণমূলের টুইট, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ভিডিও শেয়ার করছে বিজেপি। চরম হতাশার ফলে মিথ্যের আশ্রয় নিচ্ছে নির্লজ্জ এই দল। দিদি বলেছেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’ শেষের দুটো শব্দ কেন বাদ দিল বিজেপি?” যদিও হীতে বিপরীত হওয়ায় এ নিয়ে চুপ করে গেছে। কোনও প্রতিক্রিয়াই আর আসছে গেরুয়া শিবিরের তরফ থেকে। মুখে কুলুপ দিলীপ ঘোষ-মুকুল রায়দেরও। সবমিলিয়ে বলা যায়, বিজেপির এই ঘৃণ্য চাল ব্যুমেরাং হয়ে এখন তাদেরই ব্যাকফুটে ঠেলে দিয়েছে।