জল্পনা ছিলই এইবার সত্যি হল। নির্বাচনের আগে আবারও বড় ভাঙন গেরুয়া শিবিরে। টিকিট না পেলে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন গতবারের বিজেপি সাংসদ উদিত রাজ। তবে সেটাকে পাত্তা না দিয়ে বিজেপি টিকিট দেয় নি তাঁকে। আর তাতেই দল ত্যাগ করলেন তিনি।
শুধু তাই নয় তিনি যোগ দিলেন বিজেপির বিরোধী দল কংগ্রেসে। এর আগে ভোটে বিজেপির টিকিট মেলেনি বলে আগেভাগেই নিজের নামের আগে বসানো ‘চৌকিদার’ মুছেছিলেন সাংসদ উদিত রাজ। উত্তর পশ্চিম দিল্লী থেকে বিজেপি হংসরাজ হংসকে টিকিট দেবে বলে স্থির হতেই, উদিত রাজের ক্ষোভ আরও চড়ে যায়। তারপরই এই চরম সিদ্ধান্ত।
প্রসঙ্গত, রাহুল গান্ধী আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন সম্ভবত কংগ্রেসেই যোগ দিতে চলেছেন উদিত রাজ। তবে যাবতীয় জল্পনা থামিয়ে বিজেপি ছেড়ে রাহুল শিবিরের ‘হাত’ কেই ধরে নিলেন বিজেপির এই সাংসদ। নির্বাচনের আগে বিজেপি শিবির ধাক্কা খেল বেশ জোরেই মনে করছেন বহু রাজনীতিবিদ।