দেশের সেরা ক্রীড়াবিদের সম্মান পেলেন ঝুলন গোস্বামী। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের (সিএসজেসি) বিচারে দেশীয় মহিলা ক্রিকেটে একদিনের ম্যাচে সর্বাধিক উইকেট শিকারি ঝুলন গোস্বামীকে মঙ্গলবার এই সম্মান তুলে দেওয়া হল। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক ও প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারতীয় ফুটবলার সুকুমার সমাজপতি।
এ ছাড়াও এ দিন বর্ষসেরার পুরস্কার নিলেন তনুশ্রী সরকার (ক্রিকেট), প্রীতম কোটাল (ফুটবল), লিলি দাস (অ্যাথলেটিক্স), উৎসব চট্টোপাধ্যায় (দাবা) ও কৃত্তিকা সিংহ রায় (টেবল টেনিস)। বিশেষ পুরস্কার দেওয়া হয় শিবনাথ দে সরকার ও প্রণব বর্ধন (ব্রিজ), পায়েল চৌধুরীকে (কবাডি)। ক্লাবের তরফে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নীলাশ সাহা (দাবা)।
পুরস্কার পাওয়ার পরে সম্বরণ জানালেন, “ এই ক্লাব অতীতে বর্ষসেরার পুরস্কার দিয়েছিল। এ বার জীবনকৃতি দিয়েও সম্মান জানাল।’’ সুকুমারবাবু বলেন, ‘‘সাংবাদিকদের দেওয়া এই পুরস্কারের মূল্যই আলাদা। দারুণ লাগছে।’’
সাংবাদিকদের কাছে থেকে সেরা ক্রীড়াবিদের সম্মান পেয়ে আপ্লুত ঝুলন। বলছেন, ‘‘সাংবাদিকরা ৩৬৫ দিন খেলোয়াড়দের দক্ষতার চুলচেরা বিশ্লেষণ করেন। তাঁরাই অজানা, অনামী কোনও খেলোয়াড় ভাল খেললে তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসেন। বিশেষ করে, কলকাতার সাংবাদিক বন্ধুরা। তাঁদের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত।’’