নির্বাচন যত গড়াচ্ছে বিজেপি নেতৃত্ব ততই লাগাম ছাড়া হয়ে পড়ছে। একের পর এক বির্তকিত মন্তব্য তোলপাড় করছে জাতীয় রাজনীতি। বারবার ভাঙছে নির্বাচনী প্রচার বিধি। নির্বাচন কমিশন নিচ্ছে পদক্ষেপ। দিচ্ছে শাস্তি। তারপর শাস্তির মেয়াদ শেষ হলেই আবার নিজের নিজের মেজাজেই নেতা-নেত্রীরা।
সদ্য নিষেধাজ্ঞার ঘেরাটোপ থেকে বেরিয়েই সরাসরি হুমকি দিলেন হিমাচল প্রদেশের বিজেপি প্রধান সতপাল সিং সাত্তি। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যদি কেউ অভিযোগের আঙুল তোলে, তার হাত আমরা কেটে অন্য হাতে ধরিয়ে দেব।’ আর তারপরই তাঁর মন্তব্য কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল সোলান জেলায় লোকসভা নির্বাচনের প্রচার সফরে গিয়ে একটি বিকৃত ফেসবুক পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশে তিনি অত্যন্ত অশ্লীল গালাগালি দেন। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে সাত্তির বিরুদ্ধে অভিযোগ জানালে, ৪৮ ঘণ্টার জন্য তাঁর প্রচার অভিযান নিষিদ্ধ ঘোষণা করে কমিশন। এর পরেও ভাঞ্জলে ভোটের প্রচার করতে গিয়ে কংগ্রেস সভাপতি সম্পর্কে কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ হানেন হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি। এই ঘটনার জেরে গত সোমবার সতপাল সিং সাত্তিকে ফের সতর্ক করেন উনার জেলা নির্বাচন আধিকারিক।
কিন্তু নির্বাচন কমিশনের শাস্তি বা সতর্ক করে দেওয়ার পরেও তা কোনো কাজ দেয় নি তা বোঝা গেল বুধবার মাণ্ডি জেলার এই প্রচার সভায় তাঁর বক্তব্য থেকে। এখন এটাই দেখার আবার কমিশন কি পদক্ষেপ নেয়।