১৯ মে বাংলায় শেষ হচ্ছে না ভোটপর্ব। মুর্শিদাবাদ জেলার কান্দি ও নওদায় পিছিয়ে দেওয়া হল বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯ মে-র বদলে ২০ মে ভোটগ্রহণ হবে এই দুই বিধান্সভা কেন্দ্রে। এই দুই কেন্দ্রের ভোট পিছিয়ে গেলেও, দার্জিলিং, ইসলামপুর, ভাটপাড়া, উলুবেড়িয়া পূর্ব এবং কৃষ্ণগঞ্জের উপনির্বাচন হবে নির্ধারিত ১৯ তারিখ। এই সব আসনের গণনা হবে ২৩ মে।
কংগ্রেসের টিকিটে বিধানসভায় জিতে আবু তাহের এবং অপূর্ব সরকার এই দুই কেন্দ্রের বিধায়ক ছিলেন। কিন্তু তাঁরা যোগ দেন তৃণমূলে। মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের পথে হাঁটতে, সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে মা-মাটি-মানুষের দলে যোগ দেন। বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসনে অপূর্ব ও তাহেরকে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
২৯ এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট। ওই দিনই ছিল এই দুই কেন্দ্রের মনোনয়ন জমার শেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনে এ ব্যাপারে আপত্তি জানানো হয়। সব দিক বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৩০ এপ্রিল মনোনয়নের শেষ দিন। আর এখানে ভোট হবে ১৯ মে।