সোমবার সকালে খাতড়ার পাবড়া মোড় থেকে রোড শো করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। পরে কাশীপুর গ্রামে তিনি সভা করেন। সভা শেষে তৃণমূল প্রার্থী ওই ব্লকের চাকা, বেনা, সাবুবাইদ, সিমলা, আড়কামা প্রভৃতি গ্রামে পরপর রোড শো করেন। গতকালের বিপুল জনজোয়ার আর উচ্ছ্বাস বুঝিয়ে দিল মানুষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখছেন।
গতকাল সুব্রত জানালেন, “বাঙালি হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি। কিন্তু, একজন প্রধানমন্ত্রী পাইনি। বিভিন্ন রাজ্যের ২১জন বড় বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী দিনে ভারত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। দলকে শক্তিশালী করার জন্য আমি মন্ত্রী হওয়া সত্ত্বেও তৃণমূল নেত্রী আমাকে প্রার্থী করেছেন। আপনারা আমাকে জেতালে আমি মমতাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিতে পারব। আমি মন্ত্রী থাকাকালীন গ্রামীণ এলাকার অনেক উন্নয়ন করেছি। তা আপনারা চাক্ষুষ করেছেন”।
সুব্রত আরও জানালেন, “ মোদীর কথায় মানুষ আর বিভ্রান্ত হবে না। ওরা যা বলেছিল তার একটা কথাও রাখেনি। দিনের পর দিন মানুষকে ঠকিয়ে গেছে। ওনার ভাঁওতাবাজি আর চলবে না। আমাদের দলনেত্রীই শুধু যা বলেছেন তার সবটা করে দেখিয়েছেন। মানুষ তাঁর কাছে যা চেয়েছেন উনি তাই দিয়েছেন”।,
গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া এলাকায় প্রচার করেন। পরে সন্ধ্যায় তিনি বিষ্ণুপুর শহরের ১৪নম্বর ওয়ার্ডে একটি কর্মী বৈঠক করেন। আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার রোড শো করে প্রচার সারেন। দলীয় নেতা কর্মীদের সমর্থনেও বেশ কিছু জায়গায় মিছিল হয়।