১২০ কোটি টাকার জরিমানার খাঁড়া ঝুলছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) উপর। আর তাঁর জেরে বন্ধ হয়ে যেতে পারে দেশের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে। মুম্বই শহরের এই স্টেডিয়ামে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। যার জেরে মুম্বই বোর্ডকে ১২০ কোটি টাকা জরিমানা করেছে মহারাষ্ট্র সরকার। না হলে স্টেডিয়াম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে ভারতীয় ক্রিকেটের স্বনামধন্য পরিচালক ও রাজনীতিবিদ এসকে ওয়াংখেড়ে মুম্বই শহরের বিখ্যাত এই স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।ওয়াংখেড়ে স্টেডিয়াম যে জায়গায় তৈরি সেই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ৫০ বছরের জন্য ইজারা নিয়েছিল এমসিএ। সেই চুক্তি শেষ হয়েছে ২০১৮ সালে। এর পর স্টেডিয়াম তৈরির জায়গায় ফের অবৈধভাবে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সেটি বিসিসিআই-এর সদর দপ্তর। চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি। এছাড়া সঠিকভাবে কর দেওয়া হয়নি বলে এমসিএ-এর বিরুদ্ধে অভিযোগ। তার উপর অবৈধভাবে স্টেডিয়াম সংস্কারের অভিযোগও রয়েছে।
মহারাষ্ট্র সরকারে তরফ থেকে এমসিএ-কে স্পষ্ট জানান যে জরিমানার টাকা শোধ করতে না পারলে ওয়াংখেড়ে স্টেডিয়াম বন্ধ করে দিতে হবে। সংশ্লিষ্ট দফতরের এক কর্তা জানিয়েছেন, এমসিএ চুক্তি বাড়ানোর আবেদন করেছে। কিন্তু আগের ওদের বাজারদর মেনে বকেয়া সব পাওনা পরিশোধ করতে হবে। বিসিসিআই-এর সদর দপ্তর তৈরির অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
২০১১ বিশ্বকাপ ফাইনাল ভারত জিতেছিল এই মাঠেই। এই মাঠের সঙ্গেই যুক্ত ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারের অনেক স্মৃতি। যদি সত্যিই বন্ধ হয়ে যায় এই স্টেডিয়াম তাহলে তার সঙ্গে সঙ্গেই তালা পড়বে ভারতবাসীর অনেক স্মৃতিতে।