তৃতীয় দফার ভোটের ২৪ ঘন্টা আগে বিজেপি শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দাপুটে নেতা। বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে দল ছেড়ে বেরিয়ে গেলেন হিমাচল প্রদেশের তিনবারের সাংসদ সুরেশ চান্ডেল।
সোমবার রাহুল গান্ধীর উপস্থিতিতে নয়া দিল্লিতে কংগ্রেসে যোগ দেন সুরেশ চান্ডেল। এদিনের সভায় রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন হিমাচল কংগ্রেসের প্রধান রজিনী পাটিল। এর আগে জাতীয় কংগ্রেসের ট্রেজারার আহমেদ প্যাটেল ও কেসি বেণুগোপালের সঙ্গে বৈঠকে বসেন সুরেশ চাণ্ডেল।
এইভাবে সুরেশের গেরুয়া শিবির ছেড়ে চলে যাওয়াতে বেশ অস্বস্তিতে পড়েছে হিমাচল প্রদেশের বিজেপি নেতৃত্ব। এমনিতেই তিনি ছিলেন দাপুটে নেতা। আর দলত্যাগে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের কপালে।