রবিবার এক আদ্যোপান্ত ছুটির দিন হলেও মানুষের কাছে পৌঁছে যেতে এই দিনটাই প্রার্থীদের বেশি পছন্দ। তাই রোদ-ঝড় উপেক্ষা করে গতকাল গোটা দিন ধরে প্রচার করলেন তৃণমূলের প্রার্থীরা। কেউ রোড শো করে, কেউবা আবার নাচে–গানে বর্ণাঢ্য শোভাযাত্রায় সারলেন জনসংযোগ। এদিন বেলা বাড়ার সঙ্গে গরম, ঘাম বাড়তে থাকে। অনেকেই তাই সকালের প্রচার একটু আগেভাগেই সেরে নিয়েছিলেন। সন্ধেয় প্রচার শুরু হতেই নামে বৃষ্টি। তাতে কিছুক্ষণের জন্য প্রচার থামিয়ে দিতে হয়। বৃষ্টি থামতে ফের শুরু হয় এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ। এদিন বিকেলে শেষ হয় তৃতীয় দফার ভোটের প্রচার।
বারাসত শহরে মহামিছিল করেন বারাসত লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। বারাসতের বারাকপুর রোডের লোকনাথ মন্দির এলাকা থেকে মিছিল শুরু হয়। ময়নার এসপি অফিস পর্যন্ত মিছিল যায়। ওই মিছিলে প্রার্থীর সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারি সভাপতি নারায়ণ গোস্বামী, বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। ওই মিছিলে আদিবাসী নৃত্যেরও আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে মহিলা কাউন্সিলাদের নিয়ে নৃত্যের ছন্দে পা মেলান কাকলি ঘোষ দস্তিদার।
দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় হুডখোলা জিপে চেপে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। হাওড়ায় হুডখোলা গাড়িতে অভিনেত্রী জুন মালিয়াকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য রোড শো করলেন বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন সমবায়মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া জেলা (সদর) সভাপতি অরূপ রায়–সহ দলের একাধিক নেতা। তৃণমূলের প্রতীকে ছাপা শাড়ি পরে মহিলারা ও দলের প্রতীকের ছাপ মারা সাদা পাঞ্জাবি পরে পদযাত্রায় শামিল হন যুবকেরা। রোড শোয়ের ফাঁকে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘মধ্য হাওড়া তৃণমূলের দুর্গ। এখান থেকে প্রসূন ব্যানার্জিকে সর্বাধিক ভোটে লিড দিতে হবে। দলের কর্মীদের সামনে সেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে।’ বাগনানে উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ এবং খড়দায় সৌগত রায়ের সমর্থনে বর্ণাঢ্য রোড শো হয়।
ঢোল, মাদলের তালে প্রচার করেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেন। রঘুনাথপুরের চেলিয়ামায় ঝড়বৃষ্টির মধ্যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে মিছিল হয়। বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে এদিন সুটিয়ায় জনসভা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুরারইয়ে বীরভূম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা উত্তরে টোটো, জিপে করে প্রচার করেন তৃণমূল প্রার্থী মৌসম নুর।
উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ ব্যানার্জির সমর্থনে ধামসা–মাদল নিয়ে মিছিলে হাঁটলেন আদিবাসী মহিলারা। হল সাঁওতালি নাচ, বাজল ঢাক–ঢোলও। বেশ কিছুক্ষণ হেঁটে প্রচার করেন সুদীপ। তারপর হুডখোলা জিপে চেপে চলে প্রচার। বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীও পুজো দিয়ে শুরু করলেন প্রচার। সব মিলিয়ে প্রচারে জমজমাট হয়ে উঠল প্রার্থীদের রোববার।