শুরু করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেখানে ইপিএল জিতেছিলেন তিনবার। কিন্তু ইউরোপের তিনি প্রথম ফুটবলার, যিনি তিন দেশের হয়ে লিগ জিতলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর স্পেনের লা লিগা। জিতেছেন দু’বার। তারপরে ইতালির জুভেন্তাস। সেখানে প্রথমবার জিতলেন। শনিবার রাতে খেতাবের জয়ের উৎসবের পরে পরে রেকর্ডের জন্য ফিফা টুইটে অভিনন্দন রোনাল্ডোকে। প্রথম বছরেই সিরি এ লিগে ১৯ গোলের মালিক রোনাল্ডো। কিন্তু শনিবারের ম্যাচে গোল পাননি। চেষ্টা কম করেননি। ফিওরেন্তিনার কাছে পিছিয়ে থেকে জয় পেয়েছে জুভেন্তাস ২-১। তাও আত্মঘাতী গোলে। লিগে এখনও বাকি ছয় ম্যাচ।
রোনাল্ডো বলেছেন, “প্রত্যাশিতভাবে আমরা লিগ জিতলাম। চ্যাম্পিয়ন্স লিগে এ বার ব্যর্থ হয়েছি। পরের বার ব্যর্থ হব না। কারণ বিশ্বে আমরাই সেরা টিম। যারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে”। চ্যাম্পিয়নের উৎসবের পরে কোচের সঙ্গে ছবি তুললেন হাসিমুখে। পরে কোচ বলেছেন, “জয়ের ধারাবাহিকতা টানা রাখা খুব মুশকিল। যে টিম রাখতে পারে, সেই টিমের কথা আলাদা। কিন্তু জুভেন্তাস আলাদা টিম। চোট-আঘাতে শেষদিকে টিম কাহিল না হলে অন্য ছবি দেখা যেত”। ঝামেলা না হলে বাকি ছয় ম্যাচে খেলতে চান রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে আয়াখসের কাছে হেরে যাওয়ার পর সিআর সেভেনের ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল গোট বিশ্বে। পাশে দাঁড়িয়েছিলেন জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।