ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা টেস্ট অধিনায়ককে সম্মান জানাল অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক পানশালায় আত্মপ্রকাশ করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে নতুন বিয়ার। এই খবরে আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অস্ট্রেলিয়া চ্যাপেলের দেশ। সৌরভ ক্যাপ্টেন থাকাকালীন তাঁর সঙ্গে চ্যাপেলের তিক্ততা নিয়ে যতই সরগরম হোক সংবাদমাধ্যম, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তদের হৃদয় বারবরই জিতে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তারই প্রতিফলন দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার এক পানশালায়। সেখানে সৌরভের নামে নতুন এক বিয়ারের নামকরণ করেছেন প্রস্তুতকারী সংস্থা।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিদেশের মাটিতে সর্বোচ্চ সংখ্যক টেস্ট জেতার কৃতিত্ব এখনও রয়েছে সৌরভের কব্জায়। ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে তাঁর নেতৃত্বে ২১টি জেতে ভারত। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ১১,০০০ রানেরও বেশি। এবার সেই ক্রিকেটারকেই দেওয়া হল এই সম্মান।
সম্প্রতি এক ভারতীয় ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়ার এই পানশালার মেনু কার্ডে ‘ফেরাল গাঙ্গুলি ম্যাংগো লস্যি’-এর ছবি শেয়ার করেছেন। নেটদুনিয়ায় তা ভাইরাল হয়েছে। এই বিয়ার ‘স্মুদ হপারেটার্স’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রবল পরাক্রান্ত অজিদের বিরুদ্ধে সমানে সমানে লড়েছিলেন মহারাজ তিনি। ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট মহলে যাঁর অবাধ বিচরণ। সেই সৌরভকে এক অদ্ভুত উপায়ে সম্মান জানালো অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁ।