নির্বাচন যত এগোচ্ছে ততই বিজেপি নেতা-নেত্রীরা বেফাঁস মন্তব্য করে বসছেন। আর এবার নিজেদের দলের সুপ্রিমো নরেন্দ্র মোদীকে নিয়েই দ্বিধাচারিতা। আর তাতেই বিজেপির গোষ্ঠী কোন্দল বেরিয়ে আসছে সামনে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর বদলে অমিত শাহকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা নরেশ আগরওয়াল অমিত শাহকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন৷ তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন অমিত শাহ৷ তিনিই আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী৷ তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়৷
আর একই মঞ্চ থেকে অন্য এক বিজেপি নেতা মোদীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চান বলে জানান। একই সভায় দুই নেতার দু’রকম মন্তব্য নিয়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সভায় উপস্থিত জনগণের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। গোষ্ঠী কোন্দলে দ্বিধায় পড়েছে জনগন।