আধুনিক মেয়েরা গুনে-ধারে-ভারে কোনও কিছুতেই কম নয় পুরুষের চেয়ে। সমাজে যে দুজনেরই সমান অধিকার আছে তা বুঝিয়ে দেয় আজকের নারীরাই। প্রাচীন ধারণা বদলেছে বিয়ের ক্ষেত্রেও। লাল চেলিতে মুখ ঢেকে লাজুক কনে হয়ে বসে থাকার দিন শেষ। দিন শেষ পানপাতায় মুখ আড়াল করে বিয়ের আসরে প্রবেশ করারও। নিজের বিয়ের মন্ডপে প্রবেশ করাকে স্মরণীয় করে রাখতে সাহসী পদক্ষেপ নিচ্ছেন আজকের কনেরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এক কনের একটি ক্ল্যাসিক জিপের বনেটে চেপে বিয়ে করতে যাওয়ার দৃশ্য। বিয়ের লাজুক বেশে নয়, কনে বিয়ে করতে চলেছেন একে ব্যান্ডের তালে নেচে নেচে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্ল্যাসিক জিপের বনেটে চেপে বিয়ে করতে যাচ্ছেন কনে। পরণে লেহেঙ্গা ও গয়নাগাটি থাকলেও চোখের সানগ্লাস তাঁর কুল ইমেজকে তুলে ধরেছে। বিয়ের লাজুক বেশে নয়, কনে বিয়ে করতে চলেছেন একে ব্যান্ডের তালে নেচে নেচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো।
ইদানীং নানারকমের প্রাচীন প্রথাকে ভেঙে দিচ্ছেন আজকের মেয়েরা। কিছুদিন আগেই কনে বিদায়ের সময়ে কনকাঞ্জলি দেওয়ার প্রথাকে ভেঙেছিলেন এক কনে। তাঁর সেই ভিডিওটিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও সেই আদি অনন্ত কাল থেকে চলে আসা রীতি বিয়ের সময় লাল বেনারসি পড়তে হবে, বাদ দিতে হবে কালো রঙ সেই সব কিছুকেই বদলে দিচ্ছেন আজকের সম্পূর্ণারা। অর্ধেক আকাশ নয়, সবটুকু আকাশেই বিরাজ করছেন আজকের বং কনেরা।