‘উত্তরপ্রদেশ যদি ওঁকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারে, তবে ওই পদ থেকে সরিয়েও দিতে পারে।’ রবিবার, তৃতীয় দফার ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে এমনই মন্তব্য করলেন বহুজন সমাজ পার্টি(বসপা)- র সুপ্রিমো মায়াবতী। তাঁর দাবি, উত্তরপ্রদেশের বাসিন্দাদের প্রতারিত করেছেন নরেন্দ্র মোদী। এই কারণেই রাজ্যবাসী তাঁকে আর দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসাবেন না বলে মনোস্থির করে নিয়েছেন।
রবিবার হিন্দিতে একাধিক টুইটে মোদীকে তীব্র আক্রমণ করেন বহেনজি। টুইটারে তিনি লেখেন, ‘মোদী উত্তরপ্রদেশে ঘুরে ঘুরে বলছেন যে এই রাজ্যই তাঁকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। এ কথা একেবারেই সত্য। কিন্তু উনি এই রাজ্যে ২২ কোটি জনতার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিশ্বাসঘাতকতা করলেন কেন? উত্তরপ্রদেশ যদি ওঁকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারে, তবে ওই পদ থেকে সরিয়েও দিতে পারে। আর মোদীকে অপসারণের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে।’
উল্লেখ্য, বিজেপিকে হারানোর লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলা মেনে নিয়েই উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে এবার একদা প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে একজোট হয়ে লড়াই করছে বসপা। এর ফলে বিরোধী ভোট ভাগ হওয়ার কোনও সম্ভাবনা থাকছে না। মায়াবতীর বক্তব্য, দেশের প্রয়োজনে এই জোট হয়েছে। রাজ্যে মহাজোট হওয়ার ফলে সাধারণ মানুষ খুশি এবং বিজেপি আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বসপা নেত্রী। সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এবারের ভোটেই রাজ্যবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল ভুগবেন মোদী।