জন্ডিসে ভুগছেন প্রধানমন্ত্রী। তাই তাঁকে আখের রস খাওয়ার নিধান দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সোমবার আউশগ্রামে বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘জন্ডিস হয়েছে। মোদির কালো কলাই ও আখের রস খাওয়া উচিত। এখন যদি কালো কলাই আর আখের রস না খান, তাহলে ২৩ মে-র পর আর খুঁজে পাওয়া যাবে না।’
অমিত শাহের সভার প্রসঙ্গ টেনে অনুব্রত বলেন, ‘অমিত শাহের জনসভায় আড়াই হাজারের বেশি লোক হয়নি। মানুষ ওদের পাশে নেই। বিজেপির লজ্জা হওয়া উচিত।’ আর প্রধানমন্ত্রীকে কটাক্ষ, ‘চারটে লোকসভা কেন্দ্র অর্থাৎ ২৮টি বিধানসভা নিয়ে জনসভা করছেন মোদি। মাত্র ২৫ হাজার চেয়ার এসেছে। বাসমালিকদের বলছে, একটি করে বাস দাও আর পঞ্চাশটা লোক দাও। ২০ হাজার টাকা দেব।’
এইভাবেই তিনি একের পর এক জ্বালাময় বক্তৃতায় উদ্বুদ্ধ করছেন দলের প্রার্থীদের। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক প্রচারে সারছেন তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।