চেন্নাই থেকে সরানো হল আইপিএল ফাইনাল। ১২ মে চিপকের পরিবর্তে আইপিএল ফাইনাল হবে হায়দ্রাবাদের উপলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ এমনই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন চিপক স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ডস খোলার অনুমতি না-পাওয়ায় চিপক থেকে দ্বাদশ আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷ সোমবার বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই পিটিআই-কে জানান, ‘চিপক স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ডস খোলার অনুমতি না-পাওয়ায় কথা টিএনসিএ আমাদের জানানোর পর চেন্নাই থেকে হায়দ্রাবাদে আইপিএল ফাইনাল সরাতে বাধ্য হলাম৷’
আইপিএলের নিয়মানুসারে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স দলের হোম গ্রাউন্ডেই হয় আইপিএলের প্লে-অফ ম্যাচ গুলি৷ সেই মত চিপকে ফাইনাল ও প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড চিপকে৷ তবে ফাইনাল সরিয়ে নেওয়া হলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি চিপকেই হবে।
এছাড়া ৬, ১০ ও ১৪ মে লোকসভা নির্বাচনের জন্য হায়দ্রাবাদে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে না-পারার কথা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়৷ এ কথা মাথায় রেখে ৮ মে এলিমিনেটর ও ১০ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হায়দ্রাবাদ থেকে সরিয়ে ভাইজ্যাগে নিয়ে যাওয়া হয়৷
কয়েকদিন ধরেই টালমাটাল চলছিল ভেন্যু নিয়ে। আজই সেই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।