ভোটে জিততে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সাম্প্রদায়িক তাস খেলছে গেরুয়া শিবির। বিজেপির ধর্মীয় মেরুকরণ ও ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে বারবারই সোচ্চার হয়েছে দেশের বিরোধীরা। প্রায় প্রতিদিনই এ প্রসঙ্গে মোদী-শাহদের কড়া ভাষায় আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার বোলপুর শান্তিনিকেতন নাগরিক মঞ্চের ডাকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে রাজ্যের বিশিষ্টজনেরা আসছেন শান্তিনিকেতনে।
বোলপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই কবি-সাহিত্যিক-শিল্পীদের আলোচনাসভাকে ঘিরে স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনে আগ্রহ তৈরি হয়েছে শিক্ষক, ডাক্তার-সহ বুদ্ধিজীবীদের। আগামী মঙ্গলবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে ৫টায় এই আলোচনাসভার আয়োজন করেছেন বোলপুর শান্তিনিকেতন নাগরিক মঞ্চের আহ্বায়ক ডাঃ সুপ্রিয় সাধু।
তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক ঝান্ডার তলায় নয় দেশের গণতন্ত্র ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতায় ভারতের গণতন্ত্র আজ বিপন্ন। এ বিষয়ে বলার জন্য আসছেন অধ্যাপক ব্রাত্য বসু, কবি সুবোধ সরকার, শ্রীজাত, চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, যোগেন চৌধুরী প্রমুখ।
ইতিমধ্যেই এই সকল বুদ্ধিজীবীদের ছবি দিয়ে শহরের বিভিন্ন এলাকায় হোডিং দিয়েছে নাগরিক মঞ্চ। হেডিংয়ে লেখা – ‘আসুন আমরা সর্বতোভাবে ভারতের বিপন্ন গণতন্ত্রকে রক্ষা করি।’