রবিবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ভালোয়, মন্দয় মিশিয়ে কাটল ভারতের। পিঠের পেশিতে মারাত্মক টান ধরার জন্যে হিট থেকেই ছিটকে গেলেন ৪০০ মিটারে দেশের সেরা মহিলা অ্যাথলিট হিমা দাস। অন্যদিকে ২৩ বছর বয়সী দ্যুতি চার নম্বর হিটে ১১.২৮ সেকেন্ডে দৌড় শেষ করে সেমি-ফাইনালে উঠলেন। গত বছর গুয়াহাটিতে ১১.২৯ সেকেন্ড সময় করে জাতীয় রেকর্ড গড়েছিলেন দ্যুতি। তবে ওড়িশার এই অ্যাথলিট বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতামান (১১.২৪ সেকেন্ড) ছুঁতে পারেননি। যে প্রতিযোগিতা সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে।
অ্যাথলেটিক্সের ৪০০ মিটার ইভেন্টে জাতীয় রেকর্ডের অধিকারী ও বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী হিমা দাসকে নিয়ে দোহায় আগ্রহ ছিল প্রবল। কিন্তু এ দিন হিমা পিঠের পেশিতে টান ধরায় হিট শেষ করতে পারেননি। সেখানে প্রথম হয়েছেন শ্রীলঙ্কার নাদিশা রামানায়কে।তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স দলের তরফে। সহকারী কোচ রাধাকৃষ্ণন নায়ার জানিয়েছেন, ‘‘মেরুদণ্ডের নিচের দিকের কশেরুকা আর তার সংলগ্ন পেশিতে টান ধরেছিল হিমার। চিকিৎসকরা ওকে পরীক্ষা করেছেন। জানিয়েছেন চোট খুব বড় নয়। দু’একদিনের মধ্যেই সেরে উঠবে ও।’’
অন্য দিকে, ভারোত্তোলনের ৬৭ কেজি বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১৫টি রেকর্ড ভাঙলেন ১৬ বছরের ভারতীয় জেরেমি লালরিননুঙ্গা। ৮৬ কেজি বিভাগে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মীরাবাঈ চানুর। অন্য দিকে, ৪৫ কেজি বিভাগে রুপো পান ঝিলি দালাবেহরা।
এছাড়া ভারতের সেরা অ্যাথলিট জিনসন জনসন (পুরুষদের ৮০০ মিটার), মহম্মদ আনাস ও আরোকিয়া রাজীব (পুরুষদের ৪০০ মিটার), প্রবীণ চিত্রাভেল (পুরুষদের ট্রিপল জাম্প), গোমাথি মারিমুথু (মহিলাদের ১৫০০ মিটার) পরের রাউন্ডে উঠেছেন। জাতীয় রেকর্ডধারী জনসন পুরুষদের ৮০০ মিটার হিটে দ্বিতীয় স্থানে শেষ করেন (১মিনিট ৫৩.৪৫ সেকেন্ড)। এছাড়া কাতারের জামাল হাইরেন সেমি-ফাইনালে উঠেছেন। ৮০০ মিটার হিটে মনজিৎ সিংয়ের জায়গায় আসা মহম্মদ আফজল ১ মিনিট ৫২.৯৩ সেকেন্ড সময় করে সেমি-ফাইনালে উঠেছেন।