গত ১০ মার্চ ভোট ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছিল বিজেপির জুলুমবাজি। আর ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর তা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। ভোট শুরু হতেই বাংলার দিকে দিকে মানুষ বিজেপির দাদাগিরির শিকার। দিলীপ ঘোষ, অমিত শাহ, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাজনাথ সিং, ভারতী ঘোষের পর বিজেপির সন্ত্রাসের রাজনীতির ধারা বজায় রাখলেন আবারও সেই বাবুল সুপ্রিয়ই। ফের একবার বিতর্কের মুখে আসানসোলের বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগ উঠল থানায় ঢুকে ডিউটি অফিসারকে হুমকি দেওয়ার। অভিযোগ, কর্তব্যরত ওই পুলিশ আধিকারিককে ‘নরকের কীট’-এর সঙ্গে তুলনা করেন বিজেপির তারকা প্রার্থী। ফলে তাঁর ওই মন্তব্য ঘিরেই ফের সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
জানা গেছে, রামনবমীর আখড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বরাকর। সেই ঘটনায় জড়িত সন্দেহেই বিজেপির মণ্ডল সভাপতি রাজু যাদবকে খুঁজছিল পুলিশ। সেই কারণেই শনিবার রাতে রাজুর বাড়িতে হানা দেয় পুলিশ। আর সেই কারণেই ৫০ জন মহিলাকে নিয়ে বরাকর ফাঁড়ি ঘেরাও করেন বাবুল। শুধু তাই নয়, ফাঁড়ির ভিতর ঢুকে কর্তব্যরত আইসিকে ধমকও দেন তিনি। জবাবে পুলিশ অফিসার তাঁকে সৌজন্য বজায় রাখার কথা বললে, আরও ক্ষেপে যান বাবুল। শালীনতার মাত্রা ছাড়িয়ে ওই পুলিশ কর্মীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘তোমার মতো নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। তোমার থেকে আমি শ্রদ্ধা নেব না।’
উল্লেখ্য, এর আগে বিজেপির বিতর্কিত থিম সং নিয়ে কমিশনের কোপে পড়েছিলেন বাবুল। কারণ কমিশনের নিয়ম অনুযায়ী, দলীয় প্রচারে গান বাজাতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই বাবুলের টুইটার অ্যাকাউন্টে গান আপলোড হয়। বহাল তবিয়তে সেই গান বাজানোও হয় বিভিন্ন জায়গায়। এরপরই শোকজ করা হয় বাবুলকে। গানের প্রায় ২৬টি শব্দ পাল্টে দেওয়ারও নির্দেশ দেয় কমিশন। কিন্তু তা কানে না তোলায় বাবুলের গাওয়া থিম সং নিষিদ্ধ ঘোষণা করে তারা। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর কেন্দ্রের এক অনুষ্ঠানে হিন্দু গ্রন্থ ‘গীতা’ নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিজেপির এই গায়ক-সাংসদ। গীতা নিয়ে ঠাট্টা করতে গিয়ে অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই এক ব্যক্তির উদ্দেশ্যে নোংরা ইঙ্গিত করে তিনি বলেন, ‘এঁকে দেখেই মনে হচ্ছে এঁর কাছে অনেকগুলো গীতা আছে। ভুল ভাববেন না ভাই, আমি গীতার কথাই বলছি।’ যা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। সব মিলিয়ে ভোট মরশুমে আরও কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির।