লোকসভা নির্বাচন যত এগোচ্ছে বিজেপি নেতৃত্ব যেন ততই লাগাম ছাড়া হয়ে উঠছে। একের পর এক নেতানেত্রীদের মন্তব্যে তৈরি হচ্ছে বিতর্ক। এই তালিকায় নাম লেখালেন গুজরাটের আদিবাসী উন্নয়ন মন্ত্রী গণপত ভসাভা। এইবার তিনি কুকুরের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। গনপত বলেন, ‘রাহুল কুকুরের মতো, রুটি ছুড়ে দিলে নিয়ে আসে। আর মোদি সিংহের মত। তিনি যখন দাঁড়ান তখন মনে হয় সিংহ দাঁড়িয়ে আছে। আর রাহুলকে দেখে মনে হয় লেজ নাড়ানো কুকুরের মত। যাকে পাকিস্তান রুটি দিলে ছুটে যায় আবার চীন রুটি দিলে ছুটে যায়।’
বিজেপি মন্ত্রীর এই মন্তব্যে আবার বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। এই প্রথম নয়। এর আগেও গণপত ভসাভার মন্তব্যে বিতর্কের জেরে তৈরি হয়েছিল ঝট। গত মার্চেই গণপত মন্তব্য করেছিলেন যে ৫০০ গ্রাম বিষ পান করে দেখান রাহুল তবেই বুঝব তিনি শিবের অবতার। তার এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছিল বিতর্ক। আর তা নিয়ে কম জল ঘোলা হয় নি।