দু’দুবার পেয়েছেন ‘কৃষকরত্ন’ পুরষ্কার। তাঁর উৎপাদিত ফসলের চাহিদা ক্রেতাদের কাছে প্রচুর। ভিন রাজ্য থেকেও কৃষি বিষয়ক সম্মেলনে ডাক পড়ে তাঁর। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ার বাসিন্দা সেই ‘কৃষকরত্ন’ আবদুস সামাদ মোল্লা এবারও ভোট দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই। ভোটে তাঁর পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তৃণমূলই।
কেন এমনটা ভাবেন সামাদ? দক্ষিণ বামুনিয়া গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে চাষ করতে করতেই আবদুস সামাদ মোল্লা বুঝিয়ে দিলেন মোদী সরকার এবং মমতা সরকারের তফাৎটা। তিনি বললেন, ‘যে পরিমান যত্ন নিয়ে চাষ করি। দ্রুততার সঙ্গে ফসল ফলাই। সেই পরিমান দ্রুততার সঙ্গেই রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজে সাহায্য করে। কৃষির উন্নয়ন করে। তাই এই সরকারের বিকল্প কেউ হতে পারে না। কেন্দ্রের সরকার সারের দাম বাড়িয়েছে। ক্ষতি হয়েছে কৃষকদের। আর রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের পেনশনের কথা ভেবেছে। ভেবেছিলাম বয়েস হয়েছে, চাষবাস ছেড়ে দেব। কিন্তু না, সরকারের এভাবে এগিয়ে আসাতে চাষের কাজ ছেড়ে দিতে মন চাইছে না। বরং উৎসাহিত হয়েছি।’
সত্তরোর্ধ্ব সামাদ ১০ বিঘা জমিতেই বোরো, আমন ধান, কলা, কপি, উচ্ছে, বুলেট লঙ্কা, পেঁপে চাষ করেন। তাঁর মতে, সব খরচ বাদ দিয়েও ৬০ হাজার টাকা লাভ থেকে যায় এই লঙ্কা চাষে। ৬ মেয়ে ও ২ দুই ছেলে নিয়ে আবদুসের সংসার। নাতি ও নাতনি রয়েছে তাঁর। চাষের কাজে তারাও এগিয়ে এসেছে।