ফিরোজ শাহ কোটলা গতকাল দেখল দিল্লীর দাপট৷ আর একই সঙ্গে দিল্লী ঢুকে পড়ল প্লে অফের দৌড়ে৷ ম্যাচের সেরা শিখর ধওয়ান জাত চেনালেন নিজের৷
শনিবার ম্যাচের পরে ধওয়ন বলেছেন, ‘‘কোয়ালিফায়ার্সে খেলা নিশ্চিত করার জন্য এই জয়টার খুবই প্রয়োজন ছিল। তবে আমি মনে করি, এখনও অনেক জায়গায় ফাঁক রয়েছে। খুব দ্রুত সেই ঘাটতি পূরণ করে ফেলতে হবে। আমাদের দল আরও ভাল ক্রিকেট খেলতে পারে”।
শুরুতে ব্যাট করে পাঞ্জাবের ইনিংস শেষ হয় ১৬৩ রানে৷ জবাবে দু’বল বাকি থাকতে পাঁচ উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ শেষ করে দেয় দিল্লী৷
অধিনায়ক শ্রেয়স এবং ধওয়ানের যুগলবন্দীতেই ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের তিন নম্বর স্থান দখল করল দিল্লী৷
ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার বলেছেন, ‘‘শিখরের সঙ্গে ব্যাট করার আলাদা মজা রয়েছে। কোনও চাপ অনুভব করি না। আমাদের জুটিতে তোলা ৯২২ রানই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরের ম্যাচগুলিতে আমাদের এই ছন্দ ধরে রাখতেই হবে।’’