দেশ জুড়ে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া৷ ইতিমধ্যেই হয়ে গেছে দু’দফার ভোট৷ আর এই দু’দফাতেই যে বিজেপি পিছিয়ে আছে তা মানুষের ক্ষোভই বুঝিয়ে দিয়েছে৷ এবার বিজেপিকে আরও ব্যাকফুটে ফেললেন নবীন পট্টনায়েক৷ তিনি জানালেন চিল্কা হ্রদ বিক্রি করার চক্রান্ত করেছিল মোদী শিবির৷
শনিবার বিজেপি বিরোধী হাওয়াটে অতিরিক্ত মাত্রা সংযোজন করলেন ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক। পুরী লোকসভা কেন্দ্রের নির্বাচনী সভায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে নবীন পট্টনায়ক অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি সরকার গড়ার পর চিল্কা হ্রদ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। যা রুখে দিয়েছিল তাঁর নেতৃত্বানীর বিজেডি সরকার।
নবীন পট্টনায়ক চিল্কা হ্রদকে মা বলে সম্বন্ধন করে বলেন, রাস্তা তৈরির নামে যে চিল্কা হ্রদ ধ্বংস করার চেষ্টা করেছিল বিজেপি সরকার, সেই হ্রদের ওপর নির্ভর করে বেঁচে আছেন হাজার হাজার মৎস্যজীবী। তাই তিনি কোনও ভাবেই চিল্কা ধ্বংস করতে দেবেন না।
নির্বাচনী প্রচারে আসা বিজেপি নেতা-নেত্রীদের পরিযায়ী পাখিদের সঙ্গেও তুলনা করেন নবীন। বলেন, পরিযায়ী পাখিরা যেমন আবহাওয়া পরিবর্তনের সময়ে আসে, তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের নেতা-নেত্রীরা মানুষ সমস্যায় থাকলে আসেন না, তারা আসেন ভোট প্রচারে। তিনি বলেন বিজেপি মিথ্যে কথা বলে। গরীবের পাশে থাকার কথা বলে, কিন্তু বাস্তবে করে তার উল্টো কাজ।