‘দিল্লী থেকে অফিসার পাঠিয়ে বিজেপিকে সাহায্য করছে। অবসরপ্রাপ্ত অফিসাররা এসে বাংলায় গাল দিচ্ছে।’ নদীয়ার প্রচার সভা থেকে এভাবেই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের করা মন্তব্যের কড়া সমালোচনা করে মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৫ কোটি লোক দিল্লী থেকে নিয়ে এলেও কিছু হবে না। গোল্লা পাবে। দিল্লি পুলিশ কী করবে?’
এদিনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১৬-তেও একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। কিন্তু তাতে তৃণমূলের জয় আটকানো যায়নি। রাজ্যে নির্বাচিত সরকার আছে।’ কিন্তু তা সত্ত্বেও রাজ্যকে বাদ দিয়ে দিল্লী থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি।
এদিন অর্জুন সিংকে ভাটপাড়ার গদ্দার বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দলে গদ্দারের কোনও জায়গা নেই। সেকারণেই অর্জুন সিংকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’ মোদীকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, ‘বিজেপি বাংলায় টাকা ঢেলে ভোটে জেতার চেষ্টা করছে। দিল্লী থেকে টাকার ভান্ডার নিয়ে আসা হয়েছে। সেই টাকা দেখিয়ে ভোট চাইছে বিজেপি।’ কিন্তু টাকা ছড়িয়ে বাংলায় ভোটে জেতা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। সঙ্গে এদিনও প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন, ‘দিল্লীতে সরকার গড়বে তৃণমূল। কংগ্রেস–বিজেপি কেউ সরকার গড়তে পারেবন না।’ গত পাঁচ বছর ধরে মোদী বাংলার উপর যে বঞ্চনা করেছেন সেকথাও এদিন মনে করিয়ে দেন তিনি।