চলছে লোকসভা নির্বাচন। সব দলই তাদের প্রার্থী ঘোষণা করেছে। আর এরাই সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে লড়ছে ভোটে। সাধারণ মানুষের দুঃখ কষ্টে পাশে থাকবে। কিন্তু এঁরা মোটেই ‘সাধারণ মানুষ’ নন। অন্তত কারোর কারোর নামে থাকা পারিবারিক সম্পত্তির পরিমাণ দেখলে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়।
এমনই এক লোকসভা কেন্দ্র গুরুগ্রাম। এখানকার বর্তমান বিজেপি সাংসদ ইন্দ্রজিৎ-এর সম্পত্তির পরিমাণ শুনলে আঁতকে উঠতে হয়। পরিমাণ প্রায় ৪২ কোটি টাকার। গত পাঁচ বছরে বেড়েছে ১৭ কোটি টাকা। ২০১৪ সালে ইন্দরজিতের সম্পত্তির পরিমাণ ছিল ২৫ কোটি টাকা। ইন্দরজিত এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২.৫৫ কোটি টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ২১.৫১ কোটি টাকা। ইন্দরজিত ঋণ নিয়েছিলেন ৩.১৫ কোটি টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে ১২ কোটি টাকা এবং দিল্লি, গুরুগ্রাম, শিমলা এবং নৈনিতালে ছড়িয়ে আছে সম্পত্তি। তাঁর চারটি বিলাসবহুল গাড়ি এবং তাঁর স্ত্রীর ৪.২৯ লক্ষ টাকার হিরের গয়না আছে। তাঁর পেশ করা মনোনয়নপত্র থেকে উঠে এসেছে এমনই তথ্য।
এতো গেল বিজেপি প্রার্থীর কথা। ইন্দ্রজিৎ-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়ছেন কংগ্রেসের অপসরপ্রাপ্ত ক্যাপ্টেন অজয় সিং যাদব। যাঁর সম্পত্তির পরিমাণও খুব একটা কম নয়। প্রায় ২৭.৫০ কোটি টাকা। ২০১৪ সালে ছিল ২২ কোটি সেটাই এখন দাঁড়িয়েছে ২৭.৫০ কোটিতে। অজয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.৫৪ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ২৫.৮৮ কোটি টাকা। তাঁর ঋণ রয়েছে ১.০৫ কোটি টাকা।
এত গেল এক জয়গার সামান্য চিত্র। এমনই চিত্র ছড়িয়ে আছে দেশজুড়ে। এরাই ‘জনগনের’ প্রতিনিধি।