বিজেপি তাঁর নাম মনোনীত না করায় সমাজবাদী পার্টির সঙ্গে যোগাযোগ করেন রামচরিত্র নিশাদ। আগের বার লোকসভায় উত্তরপ্রদেশের মাছলিশহরের সাংসদ রামচরিত্র নিশাদ বিপুল ব্যবধানে জিতে ছিলেন। কিন্তু এবার লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকেই টিকিট দেন নি। আর তাতেই পালাবদল। বিজেপির হাত ছেড়ে তিনি যোগ দিলেন সমাজবাদী পার্টিতে।
শুক্রবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের হাত ধরে তিনি যোগ দেন বিরোধী শিবিরে। তাঁর যোগদানে বিজেপিকে শুধু জবাব দেওয়াই হল না, ভোটের আগে শক্তি বাড়ল সপা-বসপা শিবিরে। রামচরিত্র নিশাদ চাইছেন, সমাজবাদী পার্টি তাঁকে প্রার্থী করুক আর না করুক, তিনি চান এবার বিজেপিকে হারিয়ে বদলা নিতে।
প্রসঙ্গত, বিজেপি এইবার নিশাদের বদলে টিকিট দিয়েছেন ভি পি সরোজকে। আর এই সরোজ গতবার লড়েছিলেন বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে নিশাদেরই বিপরীতে। আর সরোজকে হারিয়েই সাংসদ হন রামচরিত্র নিশাদ। আর তাঁকেই এবার দল ব্রাত্য মনে করায় ক্ষুণ্ন হয়েই দল ত্যাগ করেন তিনি।