চলতি মরশুমের আইপিএলে লিগ পয়েন্ট তালিকার একদম শেষের দিকে রয়েছে রাজস্থান রয়্যালস। আর মুম্বই রয়েছে দুই নম্বরে। শেষ ছ’টা ম্যাচের মধ্যে পাঁচটায় জিতেছে মুম্বই। রোহিত শর্মার টিমকে এখন অপ্রতিরোধ্য দেখাচ্ছে। তবে মুম্বইয়ে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল রোহিতদের। আজ সোয়াই মান সিং স্টেডিয়ামে সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ের কাছে।
সোয়াই মান সিং স্টেডিয়ামে এই মরশুমে রাজস্থান জিতেছে কেবল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। বাকি তিনটি ম্যাচে হারতে হয়েছে। অজিঙ্ক রাহানের টিমে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন শুধু জস বাটলার। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু বাকিরা কেউ সে ভাবে ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে পারছেন না। অনেকেই মনে করছেন, রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্ক রাহানে টিমকে ঠিকঠাক মোটিভেট করতে পারছেন না। বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন রাহানে।
প্রতিবারই লিগের শুরুটা ভালো হয় না মুম্বইয়ের। কিন্তু যত সময় গিয়েছে, তত মুম্বই অন্যতম সেরা শক্তি হিসেবে আবির্ভূত। রোহিত শর্মা বলছেন, “টিমটা এখন ভালো ছন্দে আছে। তবে প্লে-অফে ওঠার লড়াই এখন সবে শুরু হয়েছে। এখন প্রতি ম্যাচে সতর্ক থাকতে হবে”। তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই যথেষ্ট ব্যালান্সড। টিমে পান্ডিয়া, পোলার্ড, ক্রুনালের মতো পাওয়ার হিটার যেমন আছেন, তেমনই আছেন মালিঙ্গা-বুমরার মতো অভিজ্ঞ ডেথ বোলার। আজ শুধু দেখার জয় ছিনিয়ে নেয় কারা, রাজস্থান না মুম্বই!