আবার জ্বলে উঠল গোলাপি বাহিনী। পরপর হারের ফলে বেশ চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। সেই চাপের মুখ থেকে ঘুরে দাঁড়াল স্টিভ স্মিথের বাহিনী। ঘরের মাঠে জয়পুরে ৫ উইকেটে মুম্বইকে হারাল রাজস্থান।
মুম্বই প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সংগ্ৰহ করে ১৬১ রান। মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নেমেই প্রথম থেকে ব্যাটে ঝড় তোলেন কুইন্টন ডি’কক। ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে শ্রেয়স গোপালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যর্থ হন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (৫)। সূর্যকুমার যাদব (৩৪) কিছুটা রান পেলেও আর কেউ সেভাবে রান করতে পারেন নি এইদিন। রাজস্থানের হয়ে সর্বাধিক উইকেট নেন শ্রেয়স গোপাল। তাঁর ঝুলিতে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান। সৌজন্যে অধিনায়ক স্টিভ স্মিথ। ৪৮ বলে স্মিথ করেন ৫৯ রান। ম্যাচের সেরা তিনিই। রান পান নি রাহানে (১২)। সঞ্জু স্যামসন ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া রিয়ান পরাগ করেন ২৯ বলে ৪৩ রান। তাঁদের সুবাদেই এইদিন ম্যাচ জিতে যায় গোলাপি বাহিনী।
এমনিতেই আজ রাজস্থানের অধিনায়কের পদ থেকে রাহানেকে সরিয়ে বসানো হয় স্মিথকে। তা নিয়ে ছিল তুমুল জল্পনা। সব জল্পনা ঢাকা পড়ে গেল আজকের এই জয়ে। কিছুটা হলেও স্বস্তি দিল গোলাপি বাহিনীর সমর্থকদের।