এর আগে তাঁর মেদিনীপুরের সভায় তাঁবু ভেঙে বিপত্তি ঘটেছিল। আর এবার ফের বাংলায় বিশৃঙ্খলা তৈরি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে। আজ, শনিবার প্রধানমন্ত্রীর সভায় এসে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। এদিন বুনিয়াদপুরে সভা ছিল মোদীর। খুব বেশি না হলেও সেখানে দূরদুরান্ত থেকে কিছু মানুষ মোদীর সভায় বক্তব্য শুনতে এসেছিলেন। তবে সভায় যোগ দিতে এসে রোদ ও মারাত্মক ভিড়ের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক ব্যক্তি। কিন্তু তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থাই করেনি বিজেপি। যার ফলে অসুস্থ অবস্থাতেই কয়েক ঘণ্টা তাঁদের সভাস্থলের মাঠেই পড়ে থাকতে হয়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সভায় আসা শ্রোতা এবং স্থানীয় মানুষদের।
এহেন ঘটনা ঘিরে মোদীর সভাস্থলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সমালোচনার ঝড় তোলে রাজনৈতিক মহলও। তবে সভা চলাকালীনই শুধু বিশৃঙ্খলা তৈরি হয়নি। মোদীর সভা শেষেও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় সভাস্থলে। কারণ সভা শেষ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে অসুস্থ হয়ে পড়া শ্রোতাদের সঙ্গে আসা পরিচিতরা। ফলে অবস্থার সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে অনেকেই নিজের পরিজনদের খুঁজে পাননি বলে অভিযোগ। সব মিলিয়ে তৃতীয় দফার ভোটের আগে বালুরঘাটে এক হুলুস্থুল কান্ড তৈরি হয়। যদিও বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পিকটি নট বিজেপির জেলা নেতৃত্ব।