কোয়েস কর্তাদের কাঁধে আছে নতুন বছরের দল গড়ার দায়িত্ব। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা এখন ব্যস্ত শতবার্ষির্কী উৎসবের রূপরেখা তৈরি করতে। ডিএনএ আইএসএলের বিভিন্ন বিনোদনমূলক ব্যাপারের দায়িত্বে আছে। ডিএনএ কর্ণধার ইস্টবেঙ্গল তাঁবুতে এসে গত সপ্তাহে মিটিংও করে গিয়েছেন। আইপিএল শেষ হলেই মে মাসের তৃতীয় সপ্তাহে তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হবে। তারপরেই ইস্টবেঙ্গলের শতবার্ষিকী লোগোর উদ্বোধন হবে।
ইস্ট বেঙ্গলের শতবার্ষিকী উৎসবে নানা ভাগ আছে। প্রতিটি বিভাগের অনুষ্ঠান বিবিধভাবে বিপণন করতে চাইছেন লাল হলুদ কর্তারা। চারটি সংস্থা ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল তাঁবুতে এসে প্রেজেন্টেশন দিয়ে গিয়েছে। ডিএনএ নামে মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি হওয়ার সম্ভাবনা সবথেকেবেশি।
সেদিন অন্তত চার বা পাঁচ জন সেলিব্রেটিকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে। বঙ্গ সাংস্কৃতিক জগতের তরফে সৌমিত্র চট্টোপাধ্যায় আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উপস্থিত করার ভাবনা ইস্ট বেঙ্গলের কর্তাদের। থাকবেন ফুটবল, ক্রিকেট ও বলিউডের এক জনপ্রিয় ব্যক্তিত্ব। ডিএনএ গ্রুপ তিন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে অরিজিৎ সিং- সলমন খান নাইট। অরিজিতের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত।
লাল হলুদ এবং ডিএনএ কর্তারা ওস্তাদ রশিদ খান, পন্ডিত অজয় চক্রবর্তীদের মতো শিল্পীদের নিয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের একটি অনুষ্ঠান হতে পারে। আরও একদিন শহরের শিল্পীদের নিয়ে বাংলা গানের অনুষ্ঠান হবে। মহেন্দ্র সিং ধোনির এজেন্ট জানিয়েছেন লন্ডন বিশ্বকাপের পর তিনি কলকাতা ফুটবল লিগে খেলা নিয়ে ইস্ট বেঙ্গলের অফারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।