‘দিল্লীতে মোদির আসন এখন টলমল করছে। রোজ মিথ্যা কথা বলতে বলতে মোদিদের জিভে পোকা পড়ে গিয়েছে। পাগলা কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, তেমনই মোদি এখন হারাতঙ্কে ভুগছেন।’ শনিবার নদীয়ার প্রচার সভা থেকে এভাবেই প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের হয়ে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গের পর শনিবার নদীয়ার কালীগঞ্জে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে জনসভা করেন তিনি৷ এদিন বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ইস্যুতে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো৷ বিজেপি আলাদা হিন্দু ধর্ম তৈরি করেছে বলেও এদিনের সভা থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ এনআরসি ইস্যুকে হাতিয়ার করে তাঁর তোপ, ‘এনআরসি করে আসামে ২২ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে৷ বাংলায় এনআরসি করতে দেব না৷’ নোটবন্দী ইস্যুতেও এদিন মোদীকে তোপ দাগেন মমতা৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর একটাই বার্তা, ‘নোটবন্দীর বিরুদ্ধে জবাব হিসাবে তৃণমূলকে ভোট দিন৷ তবেই তা বিজেপির কাছে থাপ্পড়ের মতো হবে৷’ দেশজুড়ে দুর্যোধন-দুঃশাসনের রাজত্ব চলছে বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীগঞ্জের বগুলার সভায় মুখ্যমন্ত্রী কৃষ্ণগঞ্জের নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকারীদের চরম ধিক্কার জানান৷
এদিনের সভায় মোদীকে আক্রমণের পাশাপাশি সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়ান তিনি৷ বুনিয়াদপুরের সভা থেকে রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে বলেই অভিযোগ করেছিলেন মোদী৷ জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরার মাধ্যমেও এদিন তার পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘হরিচাঁদ-গুরুচাঁদ কলেজ তৈরি হয়েছে৷ এইমস তৈরি হচ্ছে নদীয়ায়৷ ৬৪ লক্ষ টাকা ব্যয়ে মসলিন হাব তৈরি হয়েছে৷’ বিজেপি রাজ্যে ভাল ফল করবে বলেই আত্মপ্রত্যয়ের সুর ছিল মোদীর গলায়৷ পাল্টা জনসভায় তার চেয়েও বেশি আত্মবিশ্বাসের সুর মমতার৷ রাজ্যের ৪২টি আসনেই তৃণমূল জিতবে বলেই আশাবাদী তিনি৷
