রেলের যাত্রী পরিষেবা আবারও প্রশ্নের মুখে। গতকাল গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে রোমা স্টেশনে লাইনচ্যুত হল হাওড়া–নয়াদিল্লী পূর্বা এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের ১২টি কামরা, ৪টে কামরা পুরোপুরি উলটে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু ১৪ জন আহত হয়েছেন। এখনো চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন সিনিয়র পুলিশ সুপার, ইন্সপেক্টর জেনারেল ও অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল।
রেল সূত্রে জানা গিয়েছে, যে কামরাগুলি লাইনচ্যুত হয়েছে, সেগুলি হল বি১, বি২, বি৩, বি৪, বি৫, এ১, এ২, এইচএ১, এস৮, এস৯। এছাড়া একটি প্যানট্রি কার ও পাওয়ার কারও বেলাইন হয়। জানা গিয়েছে, ঘটনার সময় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ৪৫ জন সদস্য। তবে তার আগে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। ১০ থেকে ১৫টি অ্যাম্বুল্যান্স রওনা দেয় রোমা স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলের উদ্দেশে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ভারতীয় রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, সমস্ত যাত্রীদের বার করে আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা ট্রেন এবং চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে রয়েছে। অনেকগুলো বাসের ব্যবস্থা করা হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে করেই যাত্রীদের কানপুর স্টেশনে আনা হয়েছে। কানপুর থেকে বিশেষ ট্রেনে তাঁদের দিল্লী নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রেল সূত্রে জানানো হয়েছে, দুটো কামরার মধ্যে কাপলিং ঠিকঠাক ছিল না। সে কারণেই এই দুর্ঘটনা। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত হবে।
ইতিমধ্যে হাওড়া স্টেশনে রেলের হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেটি হল: (033) 26402241, 26402242, 26402243, 26413660।