যতদিন এগিয়েছে বিজেপির সঙ্গে শিবসেনার দূরত্ব বেড়েছে। এই খবর পুরোনো। তবে লোকসভা ভোটের আবহে শিবসেনা আবার বিজেপির সঙ্গে সমঝোতার পথেও এসেছে। তবে শিবসেনার পক্ষ থেকে এইবার নতুন দাবি উঠেছে প্রধানমন্ত্রী পদ নিয়ে। নির্বাচনী সভায় শিবসেনার সুপ্রিমো উদ্ভব ঠাকরে জানান যে প্রধানমন্ত্রী পদে এমন একজনকে শিবসেনা দেখতে চায় যিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পারে৷
ঔরঙ্গবাদের একটি জনসভায় শিবসেনা সুপ্রিমো বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রী পদে এমন একজনকে দেখতে চাই যিনি পাকিস্তানকে তার আসল জায়গা দেখিয়ে দিতে পারবে৷’ আর এরপরই কানাঘুষো শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। তাহলে কি মোদীকে প্রধানমন্ত্রী পদে চাইছে শিবসেনা।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে চর্চা চলছে। মোদীকে প্রধানমন্ত্রী পদে চেয়ে টুইট করেছিলেন ইমরান খান। আর তারপর থেকেই বিতর্ক ওঠে দেশজুড়ে। মোদী-ইমরানের আঁতাত নিয়েও প্রশ্ন ওঠে। আর শিবসেনা প্রধানের আজকের বক্তব্য নতুন করে প্রশ্ন তুলে দিল দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে।