‘যত ইডি, সিবিআই দেখাবে, তত তোমরা গোল্লায় ঢুকবে। যত কুৎসা করবি, তত গোল্লায় ঢুকবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।’ শনিবার মেদিনীপুরের সভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে বাখরাবাদে প্রচার সভা করেন অভিষেক। সেখানেই বিজেপি ও মোদী সরকারকে একহাত নিয়ে অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে এরা ইডি, সিবিআই লাগিয়ে ভয় দেখাচ্ছে। আরে এ সব খেলনা আমরা ছোটবেলায় খেলেছি। খেলে খেলে বাংলায় বড় হয়েছি। এ সব দেখিও না। যত ইডি, সিবিআই দেখাবে, তত তোমরা গোল্লায় ঢুকবে। যত কুৎসা করবি, তত গোল্লায় ঢুকবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।’

দ্বিতীয় দফার তিন কেন্দ্রের নির্বাচনের পর পাচ-শূণ্যতে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুলের সেই মন্তব্যকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘প্রথম দু’দফায় তৃণমূল ৫-০ গোল দিয়ে এগিয়ে রয়েছে। তাই এখন লক্ষ্য ৪২ এ ৪২ নয়। ৩৭ এ ৩৭।’ মোদী সরকারের তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, ‘ওরা আদিবাসীদের জমি কেড়ে নিতে চাইছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন করেছেন

আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমালো কখন, যখন তারা পাঁচ রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়ল। আমাদের বীর সৈনিক অভিনন্দন পাকিস্তান থেকে ফিরে এসেছেন নিজের যোগ্যতায়। নরেন্দ্র মোদীর যদি তাঁকে ফিরিয়ে আনার ক্ষমতা থাকত তাহলে হাফিজ সঈদ, বিজয় মালিয়া, নীরব মোদীদের ফেরাতে পারছে না কেন? এ বার দেশে ভোট হচ্ছে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার জন্য। তাই তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।’