তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর অবস্থান-বিক্ষোভ চলাকালীন নাম না করেই প্রতিপক্ষ নেতার পা কেটে নেবার হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগ দায়ের করল তমলুকের প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছেন, পুলিশের অফিসের সামনে বিজেপির ওই কর্মসূচীর অনুমতি ছিল না।
আজ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। তার ঠিক আগেই প্রার্থীর বিরুদ্ধে প্রশাসনের তরফে অভিযোগ দায়ের হওয়ায় অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির। জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “অবস্থান-বিক্ষোভ কর্মসূচীতে কমিশনের আচরণবিধি ভাঙার জন্য ব্লক প্রশাসন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন”।
ময়নার বাকচায় বিজেপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার তমলুকে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি। সেখানেই সিদ্ধার্থ বলেন, “ভোটটা মানুষকে গণতান্ত্রিক ভাবে দিতে দিন। এই অনুরোধ না শুনলে আপনি এক পা বাড়ালে আমি আপনার দাদার পা-টা কেটে নেব”। নাম না করে তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। পুলিশ সূত্রে খবর, বিজেপি ওই কর্মসূচীতে মাইক বাজিয়েছে। সে বিষয়েও অভিযোগ দায়ের করা হয়েছে।