বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষকের বিতর্কিত মন্তব্যের তীব্র আপত্তি জানাল তৃণমূল। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে কড়া চিঠি লিখে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় নায়েককে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে তারা।
শনিবার বিকালে নির্বাচন কমিশনের বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, ‘পনেরো বছর আগে বিহারে যা অবস্থা ছিল, এখন সেই অবস্থা বাংলায়।’ এটাকে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক মন্তব্য বলেই মনে করছে তৃণমূল। তাদের বক্তব্য, রাজনৈতিক মন্তব্য করছেন কমিশনের পর্যবেক্ষক। পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এমনিতেই বিজেপি ও আরএসএস-এর সঙ্গে ওঁর বহুদিনের সখ্য রয়েছে। ওঁর এ সব কথা শুনে মনে হচ্ছে রাজনৈতিক প্রভুদের নির্দেশেই এই সব মন্তব্য করছেন। তৃণমূলের দাবি, তাঁকে অবিলম্বে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষকের পদ থেকে সরানো হোক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্বাচন কমিশনের প্রতিনিধি। বিশেষ পর্যবেক্ষকের কাজ হল, ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে কি না তা সুনিশ্চিত করা। কিন্তু তিনি যে মন্তব্য করেছেন, তা বাংলায় বিরোধী দলগুলি তথা বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র করে নিতে পারে। তাই তৃণমূলের দাবির সত্যতা আছে বলেই মনে করছেন তারা।