মোদীর বায়োপিক নিষিদ্ধ ঘোষণা হয়েছিল আগেই। এবার মোদীর ওয়েব সিরিজ নিষিদ্ধ ঘোষণা করল কমিশন। বিরোধীদের অভিযোগ ছিল, ‘মোদী: জার্নি অফ এ কমন ম্যান’ নামক ওয়েব সিরিজের মাধ্যমে দর্শক ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এবার সেই তত্বেই সীলমোহর দিল কমিশন।
শনিবার মোদী ওয়েব সিরিজের প্রযোজক সংস্থা ‘ইরস নাও’কে এই সিরিজের অনলাইন স্ট্রিমিং বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। সঙ্গে অনলাইনে এই সিরিজের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তু সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম দফা নির্বাচনের আগেই ৩ এপ্রিল অনলাইনে বেশ কয়েকটি পর্ব মুক্তি পেয়েছে। তবে বাকি ৫টি পর্ব ইরস নাও এর ডিজিট্যাল সাইট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ১০ এপ্রিল মোদির জীবনের উপর নির্মিত বিবেক ওবেরয় অভিনীত ছবির মুক্তি আটকে দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের পরই মুক্তি পাবে ছবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞায় পরিষ্কার হয়ে গেল, তরফে মোদীর বায়োপিক, ওয়েব সিরিজ বানিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল বিজেপি। উল্লেখ্য প্রথম দফা নির্বাচনের আগেই ৩ এপ্রিল অনলাইনে মোদীকে নিয়ে ওয়েব সিরিজের বেশ কয়েকটি পর্ব মুক্তি পেয়েছে। তবে বাকি ৫টি পর্ব ইরস নাও-এর ডিজিট্যাল সাইট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
