ভোটের আসরে নেমে পড়লেন দক্ষিণ ভারতের ‘ভগবান’ রজনীকান্ত। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করে দিলেন থালাইভা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। ২০২২ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেই ভোটে দাঁড়াবেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তামিলনাড়ুর ৩৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের পাশাপাশি রাজ্যের ১৮টি কেন্দ্র উপনির্বাচনও হয়েছে। তার ফলাফল বের হবে ২৩ মে। সেদিনের ফলাফলের ওপরে অনেককিছু নির্ভর করবে। উল্লেখ্য গত ফেব্রুয়ারিতেই রজনী ঘোষণা করেন যে তাঁর লক্ষ্য উপনির্বাচন বা লোকসভা নির্বাচন নয়, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকেই তিনি টার্গেট করছেন বলে জানান তিনি।
আর সেই ঘোষণাই সত্যি হল আজ। এখন শুধু অপেক্ষা তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হলেই কোমর বেঁধে ভোট ময়দানে তাঁকে পাবেন সাধারণ মানুষ। তাঁর এই ঘোষণার পরই টুইট করে অভিনন্দন জানান অন্য আর এক সুপারস্টার কমল হাসান।