ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে চা-ওয়ালা বলে থাকেন যদিও ওনাকে কখনও কেটলি হাতে চা বিক্রি করতে দেখা যায়নি। এবার চা-ওয়ালাকে বিদ্রুপ করলেন অখিলেশ।
উত্তরপ্রদেশের বাইথোলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ বললেন, “মোদী যদি চাওয়ালা হন,তাহলে আমরা দুধওয়ালা। আর দুধ ছাড়া চা তৈরি হয় না”। ভোটের এই উত্তাপের মধ্যেই এদিন মোদীর বিরুদ্ধে ‘ চাওয়াবলা বনাম দুধওয়ালা’র নতুন তত্ত্ব নিয়ে হাজির উত্তরপ্রদেশের ‘বাবুয়া’ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
উল্লেখ্য, উত্তর প্রদেশের বুকে এদিন ২৪ বছর বাদে এককালের যুযুধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির মুলাময় সিং ও বিএসপি সুপ্রিমো মায়াবতী জনসভা করতে চলেছেন। আর তা ঘিরে এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশের বুকে চড়ছে পারদ।
উত্তরপ্রদেশের আজমগড়ে নিজের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এক জনসভায় এই দুধওয়ালার ত্বত্ত্ব নিয়ে হাজির হলেন অখিলেশ। পাশাপাশি, অখিলেশের প্রশ্ন , যদি বিএসপি এসপি জোটকে মোদী ‘মহাভেজাল’ জোট বলেন, তাহলে এনডিএর ৩৮টি পার্টির জোটকে তিনি কী বলবেন? অখিলেশের এই নতুন তত্ত্ব মোদীকে যে আরও ব্যাকফুটে ফেলে দিল তা বলাই বাহুল্য।