‘আমাদের চাকরি কোথায়?’ এমনই অপ্রিয় সত্যি প্রশ্ন করায় জেলে যেতে হল এক সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে গোয়াতে। নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী বিশ্বজিৎ রাণেকে সামনে পেয়ে এমনই প্রশ্ন করেন উত্তর গোয়ার বাসিন্দা দর্শন গোয়ানকর।
রাজ্যে কর্মসংস্থানের অভাব কেন? যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তো দেখা যাচ্ছে না। মন্ত্রীকে এমনই প্রশ্ন করায় গ্রেপ্তার হতে হয় গোয়ার এই বাসিন্দাকে। আর এই ঘটনাতে শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। পড়ে দর্শন গোয়ানকরকে ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি শুধুমাত্র জানতে চেয়েছিলাম, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দেখা যাচ্ছে না। সভা শেষ হতেই আমাকে গ্রেপ্তার করা হয়।’ তাঁর নামে ফৌজদারি ধারায় অভিযোগ করা হয়েছিল। তার জেরেই ভালপোই থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে।
এই ঘটনা সামনে আসতেই সবর হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র ত্রাজানো ডি’মেল্লো ঘটনাটির নিন্দা করে বলেন, ‘এটা তখনই ঘটে যখন সরকার পুলিশকে অপব্যবহার করে।’