লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রনের নাম স্থানীয় কাগজের ৪ পাতা জুড়ে। তবুও খুশি নন এই বিজেপি প্রার্থী। কেন? হবেনই বা কি করে কারণ ৪ পাতা জুড়ে প্রচার বা বিজ্ঞাপন নয়, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বর্ণনা দিয়েছেন পথনমথিট্টার BJP প্রার্থী সুরেন্দ্রন। শুধু তিনি নন অস্বস্তিতে আছেন এই রাজ্যের পদ্ম শিবিরও।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কোনও প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চললে, তা সম্পর্কে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে স্থানীয় ভোটারদের অবহিত করতে হবে প্রার্থীকে। আর সেই কারণেই ‘জন্মভূমি’ নামে স্থানীয় সংবাদপত্রে বিবৃতি দেন এই বিজেপি নেতা। তবে এই বিবৃতি যে ৪ পাতা ছাড়িয়ে যাবে সেটা কল্পনা করতে পারেন নি গেরুয়া শিবির। কে সুরেন্দ্রনের বিরুদ্ধে মোট ২৪০টি ফৌজদারি মামলা চলছে। রাজ্যের ১৪টি জেলার অধিকাংশতেই সুরেন্দ্রনের বিরুদ্ধে মামলা রয়েছে। উল্লেখযোগ্যভাবে অধিকাংশ মামলাই শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ নিয়ে বাধা সংক্রান্ত।
আর খবরের কাগজে এই সংবাদ প্রকাশ করতে গিয়ে অন্য এক সমস্যার সম্মুখীন হতে হয় কে সুরেন্দ্রনকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাগজে তিনবার বিজ্ঞপ্তি দিতে হবে। আর একবার বিজ্ঞপ্তি দিতেই বিজেপি নেতার খরচ পড়ে যায় ২০ লক্ষ টাকা। আর তাতেই বিপাকে পড়েছেন তিনি। কারণ নির্বাচন কমিশন সব প্রার্থীর প্রচার খরচ বেঁধে দিয়েছে ৭৫ লক্ষের মধ্যে। আর সেখানে বিজ্ঞপ্তি দিতেই তাঁর খরচ পড়ে যাচ্ছে প্রায় ৬০ লক্ষ টাকা।
সব মিলিয়ে বেশ কোণঠাসা বিজেপি প্রার্থী সহ গোটা রাজ্য বিজেপি শিবির।