জঙ্গলমহলে শান্তি ফিরেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বলা চলে জঙ্গলমহলের ভোল বদলে দিয়েছেন তিনি। মমতার সেই উন্নয়নের ধারাকে বয়ে নিয়ে যেতে এবারের লোকসভা ভোটে ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী হয়েছেন বীরবাহা সোরেন। গতকাল তিনি মনোনয়নপত্র পেশ করেন। তাঁর জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মনোনয়নের কাজ শেষ হয়ে যাওয়ার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “জঙ্গলমহলের এখনকার যে রূপ, সেই রূপ স্বাধীনতার পর এতদিন কেউ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কাজ করেছেন, সেইজন্যই জঙ্গলমহলের রূপ বদলেছে। সেই পরিবর্তিত রূপকে সামনে রেখেই আমরা মানুষের কাছে যাচ্ছি। যদি কোনও ত্রুটি–বিচ্যুতি হয়ে থাকে, আমি বলছি, সেই ত্রুটি আর হবে না”।
পার্থ আরও বলেন, “ গত পাঁচ বছরে মোদী যা সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও কথা রাখেননি উনি। এবারেও মানুষকে ভুল বোঝাচ্ছেন, তবে মানুষ আর তাতে ভুলবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে”।
নির্বাচনের খবর করতে গিয়ে উত্তরবঙ্গে এক কর্মরত সাংবাদিক আক্রান্ত হন। সেই ঘটনা প্রসঙ্গে পার্থ বলেন, “সাংবাদিকদের ওপর আক্রমণ আমি কোনও দিনই সমর্থন করিনি। আজও করছি না। খুবই দুঃখের বিষয়। আমি খবর পেয়েছি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই সব নিন্দনীয় ঘটনা ঘটাচ্ছে”। পার্থ আরও বলেছেন, “ বাংলাতে আদিবাসী, অনগ্রসর শ্রেণির মানুষ বা সাধারণ মানুষ ছাত্র, যুব, মহিলা —সকলের কথা ভাবে সরকার। পশ্চিমবঙ্গের একটা আলাদা সংস্কৃতি আছে। মানুষ জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য কী করেছেন?সেই কথা মাথায় রেখেই ভোটবাক্সে তার প্রতিদান দেবেন”।