দলের কর্মীরাই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা চালিয়েছে বলে স্বীকার করে নিলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল। শুক্রবার লকেটের চুঁচুড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটার পর একটি সাংবাদিক সম্মেলনে স্বপন পাল বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে দলের লোকেরাই’। ফলে ভাঙচুরের ঘটনায় সরকারিভাবে সীলমোহর পড়ল গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বেই।
হামলার ঘটনাকে ‘ছোট বিষয়’ বলে উল্লেখ করে স্বপনবাবু বলেন, ‘প্রার্থী একজন বড় শিল্পী। তারকা প্রার্থী। তাঁর ডিমান্ডও প্রচুর। দলীয় কর্মীরা সবাই চাইছেন যে প্রার্থী তাঁদের এলাকায় গিয়ে প্রচার করুক। প্রার্থী সারাদিন ধরেই প্রচার করছেন। কিন্তু, তারপরেও শরীরের ভালো-মন্দের একটা বিষয় থাকে। এত বড় লোকসভা কেন্দ্রে লকেটদেবীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই ক্ষুব্ধ দলীয় কর্মীদের একাংশ তাঁর ঘরে ঢুকে পড়ে। ভাঙচুর চালায়’।
উল্লেখ্য, বহিরাগত লকেট চট্টোপাধ্যায়কে হুগলীর প্রার্থী ঘোষণার পরই দলের অন্দরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ। এদিনের ঘটনাও তার-ই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, শুক্রবার সকালে ব্যান্ডেলের লিচুতলায় লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হুগলী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নির্বাচনী প্রচারের কাজের জন্য এখন লিচুতলার বাড়িতেই রয়েছেন লকেট। বাড়ির নীচেই রয়েছে পার্টি অফিস। এদিন সকালে সেখানেই হামলা চালানো হয়। ইট ছুঁড়ে মারা হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল। ছিঁড়ে দেওয়া হয় দলীয় পতাকা। এই ঘটনার পরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছিল ওয়াকিবহাল মহল। এবার খোদ বিজেপি নেতৃত্বই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় সীলমোহর লাগাল।
