বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। এই সংবাদ এখন পুরোনো। তবে রোজই খবরের শিরোনামে উঠে আসছে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নাম। কখন বিরোধীদের কটাক্ষে, আবার কখনও বিতর্কিত মন্তব্যের জেরে। তাঁর ‘অভিশাপেই’ মৃত্যু হয়েছে ২৬/১১ মুম্বইয়ের জঙ্গি হামলায় শহীদ হওয়া তৎকালীন অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) প্রধান হেমন্ত কারকারের। এইরকমই বিতর্কিত মন্তব্য করে শুক্রবার সকালেই শিরোনামে ছিলেন তিনি। আর এখন তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পরই বিতর্ক ছড়ায়। প্রতিবাদ জানানো আইপিএস অ্যাসোসিয়েশনের তরফে। এর পরই অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে। তার এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।
বৃহস্পতিবার দাবি করেছিলেন, জেলে তাঁকে টানা ২৪ দিন মারধর করা হয়। তাঁকে জল ছাড়া আর কিছুই খেতে দেওয়া হয়নি। মারধরের সময় গালিগালাজ করা হত। বেল্ট দিয়ে মারা হত। উল্টো করে ঝুলিয়ে রাখা হত। পোশাক খুলে নিয়ে হুমকি দেওয়া হত। আর শুক্রবার সরাসরি হেমন্ত কারকারের নাম করে জঘন্য ব্যাক্তিগত মন্তব্য করে বসেন তিনি। বৃহস্পতিবারের বিবৃতিতে কোনো বিতর্ক তৈরি না হলেও শুক্রবারের মন্তব্যে চরম বিতর্ক তৈরি হয়। আর তারপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনের কাছে।